আবদুল আউয়াল জনি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৬শে জুন উপজেলা মিলনায়তনে লোহাগাড়া উপজেলা পরিষদ কতৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনুর রহমান, এসময় তিনি আরো বলেন পবিত্র মাহে রমজান আমাদের শিক্ষা দেয় সংযমের, ত্যাগের ও সম্প্রীতির তাই পবিত্র মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে জীবন ধারণ করুন এতে দেশের ও দশের মঙ্গল সাধিত হবে।
লোহাগাড়া উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা নুরুল আবচারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান পিপিএম, উপজেলা আ্ওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জুনায়েদ, চরম্বা ইউপি চেয়ারম্যান সাদত উল্লাহ, সাবেক চুনতী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, নব নির্বাচিত পুটিবিলা ইউপি চেয়ারম্যান হাজী মুহাম্মদ ইউনুছ, আমিরাবাদ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ফরিদুল আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা কাজী রায়হান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিদওয়ানুল হক সুজন সহ অনেকে।
ইফতার মাহফিলের শুরুতে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম।