Narail-06 (01.08.16)-4সৈয়দ খাইরুল আলম, নড়াইল প্রতিনিধি:
সুশিক্ষার আলোয় রুখবো জঙ্গিবাদ শ্লোগানে নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা আগস্ট) বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে লোহাগড়ার আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, জঙ্গিবাদ আমরা সমর্থন করি না। সুশিক্ষার আলোয় আমরা জঙ্গিবাদ রুখে দিব। জঙ্গিবাদ কোনো ধমই সমর্থন করে। দেশ থেকে জঙ্গিবাদ নির্মুলে আমরা সবাই একসাথে কাজ করতে চাই।

নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

মতামত.........