সৈয়দ খায়রুল আলম, নড়াইল প্রতিনিধিঃ
বুধবার (২৭জুলাই) নড়াইলে দিনব্যাপি নানা আয়োজনে কবি বাঙ্গাল আবু সাঈদের ১০১তম জন্মজয়ন্তি উদযাপিত হয়েছে।
কবি বাঙ্গাল আবু সাঈদ স্মৃতি সংসদের উদ্যোগে এ উপলক্ষে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে কবির কর্মময় জীবনের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
কবি এম মাহাবুবার রহমান মিঠুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। বক্তারা, জাগতীক স্বার্থপরতর উর্দ্ধে উঠা নিঃস্বার্থবাণ দেশ সেবক কবি বাঙ্গাল আবু সাঈদের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ সেবায় আত্বনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১১জন গুনীব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতাবৃতি অনুষ্ঠিত হয়।