মীর তানিব, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি-
ছাতক অনার্স ডিগ্রি কলেজের উদ্যোগে জাতিয় বিশ্ববিদ্যালয়ের ২৫বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে কলেজের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদের সভাপতিত্বে ও অধ্যাপক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক আব্দুস ছাত্তার, অধ্যাপক তুলসী চরন দাস, আনোয়র হোসেন খান, বাকির হোসেন হাওলাদার, ফখর উদ্দিন স্বপন, ফরিদা বেগম, দিপালী রানী দাস, প্রধান অফিস কর্মকর্তা আব্দুস সহিদ, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুর রহিম প্রমূখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ বলেন, উচ্চ শিক্ষা কার্যক্রমে জাতিয় বিশ্ব বিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। প্রতিষ্ঠার পর থেকে জাতিয় বিশ্ববিদ্যালয় অত্যন্ত সফলতার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সভায় জাতিয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ২১লক্ষ শিক্ষার্থীর সার্বিক সফলতা কামনা করা হয়।