13617988_1761076754129779_892316420_nরাজীব চক্রবর্তী, চট্টগ্রাম :

প্রতিবারের ন্যায় এবার ও ঈদে ব্যতিক্রম কিছু করলো অনলাইন ভিত্তিক সংগঠন “ইচ্ছে শক্তি” পরিবার।

পথ শিশুদের ঈদবস্ত্র বিতরনের পাশাপাশি ঈদ বস্ত্র বিতরন করেন চট্রগ্রাম এর নোয়াপাড়ায় অবস্থান রত আমেনা-বশর বয়স্ক পূণর্বাসণ কেন্দ্রে, এতে উপস্থিত ছিলেন চট্রগ্রাম এর বেশ কিছু সংগঠন এর গন্যমান্য ব্যক্তি বর্গ।

13595806_1761076760796445_299137186_nঅনুষ্ঠান দুটি পরিচালনা করে “ইচ্ছেশক্তি” এর পরিচালনা পরিষদ এর অন্যতম প্রধান বশির আহাম্মদ ও এম এইচ তারেক।এতে “ইচ্ছেশক্তি” এর নিয়মিত সকল সদস্য ও নবাগত সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠন পক্ষ থেকে ভবিষ্যৎতে এধরনের কর্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন এবং সকলের দোয়া কামনা করেন।

অনলাইন ভিত্তিক সংগঠন “ইচ্ছে শক্তি”র পক্ষ থেকে চট্টগ্রামে ঈদবস্ত্র বিতরণ

মতামত.........